বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আশুগঞ্জ রেল স্টেশনের নিচে সুরঙ্গ পথে ফাটল 

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আশুগঞ্জ রেল স্টেশনের নিচে সুরঙ্গ পথে ফাটল 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশনের নিচে সুরঙ্গ পথটি মেয়াদ শেষ হওয়ার কারণে এই সুরঙ্গ পথের বিভিন্ন স্থানে ফটল দেখা দিয়েছে। যা দেখলে ভয়ে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বিকল্প যাতায়াতের কোন পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়েই যাত্রীদের চলাচল করতে হচ্ছে। 

এ বিষয়ে আশুগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জোয়ারদার মুঠোফোনে বলেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। তিনি বলেন, এই বিষয়টি মূলত আখাউড়া আইডাব্লিউডি ডিপার্টমেন্ট দেখে থাকে। এই সুরঙ্গ পথ দিয়ে আশুগঞ্জ উপজেলার চরচারতলাসহ অন্তত ২০ হাজার লোক যাতায়াত করে থাকে। 

এই সুরঙ্গ পথ দিয়ে যাতায়তকারী যাত্রী মইনুল হোসেন বলেন, এই সুরঙ্গ পথটি সরু হওয়ায় দুটি গাড়ি ক্রস করতে পারে না। ফলে প্রতিদিন তিনচারবার যানজট লেগে থাকে। 

এতে চরচারতলা ইউনিয়নবাসী এবং আশুগঞ্জ সারকারখানাসহ অন্তত চারটি কেপিআই প্রতষ্ঠানের কর্মরত শতশত কর্মকর্তা যাতায়াত করতে তাদের মূল্যবান সময় নষ্ট হয়। 

আমরা সরকারের কাছে দাবি জানায়, দ্রুত এই সুরঙ্গ পথটি নতুনভাবে বড় আকারে সংস্কার করা হোক। অন্যথায় যেভাবে সুরঙ্গ ফাটল সৃষ্টি হয়েছে যেকোন সময় সুরঙ্গ পথ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। রেল বিভাগ এই বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিবে বলে এলাকাবাসী আশা করেন। 

আখাউড়া সেকশনের আইডাব্লিউডির প্রকৌশলী মিঠুন চক্রবর্তীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে তার সন্তানের শরীর খারাপ বলে তিনি ফোনটি কেটে দেন। 

আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সি আশুগঞ্জ রেল স্টেশনের নিচে সুরঙ্গ পথটি পরিদর্শন শেষে বলেন, এই বিষয়টি আমি উপজেলা আইনশৃংখলা মিটিং এবং জেলা সমন্বয় সভায় আলোচনা করব যেন দ্রুত সমস্যাটি সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হয়।

টিএইচ